উইন্ডিজকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের উড়ন্ত সূচনা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে জিতেছে সফরকারী ভারত। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা পেয়েছে বিরাট কোহলির দল।
bumrah
ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে জিতেছে সফরকারী ভারত। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা পেয়েছে বিরাট কোহলির দল।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের ফয়সালা হয়েছে চারদিনেই। রবিবার (২৫ অগাস্ট) আজিঙ্কা রাহানের সেঞ্চুরি ও হনুমা বিহারির দারুণ ইনিংসে উইন্ডিজকে ৪১৯ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। পরে জাসপ্রিত বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ২৬.৫ ওভারে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় মাত্র ১০০ রানে। তাতে ৩১৮ রানের বিশাল জয় পেয়েছে ভারত।

তৃতীয় দিনের ৩ উইকেটে ১৮৫ রান নিয়ে খেলতে নেমে এদিন ৭ উইকেটে ৩৪৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। শুরুতেই বিদায় নেন অধিনায়ক কোহলি। আগের দিনের ৫১ রানের সঙ্গে কোনো রান যোগ করতে পারেননি তিনি।

রাহানে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। তার ২৪২ বলে ১০২ রানের ইনিংসে ছিল মাত্র ৫টি বাউন্ডারি। পঞ্চম উইকেটে বিহারির সঙ্গে ১৩৫ রানের জুটি গড়েন তিনি। এরপর রিশভ পান্ত টিকতে পারেননি বেশিক্ষণ।

বিহারি জাগিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির আশা। তবে সফল হননি। আউট হন নার্ভাস নাইন্টিজে। ১২৮ বলে ১০ চার ও ১ ছয়ে ৯৩ রান করে তিনি বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেন কোহলি। রোস্টন চেজ ৪ উইকেট নেন ১৩২ রানে।

জবাব দিতে নেমে বুমরাহ ও ইশান্ত শর্মার তোপে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল ও ড্যারেন ব্রাভোকে ফেরান বুমরাহ। শামারাহ ব্রুকস ও শিমরন হেটমায়ারের উইকেট নেন ইশান্ত।

এরপর শেই হোপ ও জেসন হোল্ডারকে ফিরিয়ে ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট নেন বুমরাহ। উইকেট উৎসবে যোগ দিয়ে চেজ ও শ্যানন গ্যাব্রিয়েলকে মোহাম্মদ শামি আউট করলে ৫০ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ। দশম উইকেটে কেমার রোচ ও মিগুয়েল কামিন্স ৫০ রানের জুটি গড়লে তিন অঙ্কে পৌঁছায় তাদের ইনিংস।

৩১ বলে ৩৮ রান করা রোচকে ফিরিয়ে ম্যাচের ফল নির্ধারণ করে দেন ইশান্ত। কামিন্স অপরাজিত থাকেন ১৯ রানে। এই দুজনের বাইরে দুই অঙ্কে পৌঁছান কেবল চেজ। বুমরাহ ৭ রানে নেন ৫ উইকেট। ইশান্ত ৩ উইকেট পান ৩১ রানে। শামি ২ উইকেট শিকার করতে খরচ করেন ১৩ রান।

Comments