খাগড়াছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন সদস্যের মৃত্যু হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ দ্য ডেইলি স্টারকে জানান, আজ (২৫ আগস্ট) দুপুরে জেলার দীঘিনালা উপজেলায় এ বন্দুকযুদ্ধ হয়।
তিনি আরও জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Comments