অভিনেতা বাবর আর নেই

Babar
বাবর। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক বাবর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

তিনি আজ (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বাবরের ছেলে রিয়াদুর রহমান দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, আজ বিকেলে বাবরকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, জোহর নামাজের পর বাংলা চলচ্চিত্রের প্রয়াত এই অভিনেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর শুক্রাবাদ জামে মসজিদে। বিকেলে মরদেহ নেওয়া হবে এফডিসি প্রাঙ্গণে। আসরের নামাজের পর সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বাবর ১৯৫২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার গেণ্ডারিয়ায় জন্মগ্রহণ করেন। আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক চরিত্রে প্রথম অভিনয় করেন।

খলনায়ক হিসেবে অভিনয় করেন নায়ক রাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্র দিয়ে। তিনি পরিচালনা করেছেন ‘দয়াবান’, ‘দাগি’, ‘দাদাভাই’সহ বেশ কিছু ব্যবসাসফল ছবি।

Comments

The Daily Star  | English

Why gold costs more in Bangladesh than in India, Dubai

Gold prices in Bangladesh continue to soar, leaving many to wonder why the precious metal costs more here than in neighbouring India or the global trading hub Dubai.

1h ago