ওয়ারী জোনের পুলিশের ডিসি সাময়িক বরখাস্ত
ঢাকা মহানগর পুলিশের রাজধানীর ওয়ারী জোনের উপ-কমিশনার (ডিসি) মো. ইব্রাহিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২০১৮ সালের সিভিল সার্ভিস আইন অনুযায়ী সাময়িক বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তাকে পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে।
গতকাল (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে কী কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তা জানা যায়নি।
Comments