ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো সোহরাব হোসেন (৪২) নামের এক মোটরসাইকেল আরোহীর।
প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো সোহরাব হোসেন (৪২) নামের এক মোটরসাইকেল আরোহীর।

নিহত সোহরাব আদিতমারী উপজেলার শিয়ালখোয়া গ্রামের রোস্তম আলীর ছেলে।

আজ (২৭ আগস্ট) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার নামুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই মোটরসাইকেল আরোহীকে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে, ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়।

নিহত মোটরসাইকেল লালমনিরহাটে শহরের দিকে আসছিলেন বলেও জানান তারা।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ওসি (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments