রাজশাহীতে যুদ্ধাপরাধী ফিরোজ খাঁ’র মৃত্যুদণ্ড
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মামলায় রাজশাহীর পুঠিয়ার মো. আব্দুস সামাদ (মুসা) ওরফে ফিরোজ খাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি মো. শাহীনূর ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ (২৭ আগস্ট) এই রায় দেন।
মামলার তদন্তকারীরা জানিয়েছেন, মুক্তিযুদ্ধ শুরু আগে ফিরোজ খাঁ মুসলিম লিগের রাজনীতি করতেন। পরে যুদ্ধ চলাকালে তিনি জামায়াতে ইসলামীতে তথা দখলদার পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন রাজাকার বাহিনীতে যোগ দেন।
এই ব্যক্তি ১৯৭১ সালে রাজশাহীর পুঠিয়া এবং দুর্গাপুর উপজেলায় ১৫ জনকে হত্যা, ২১ জনকে অপহরণ ও অত্যাচার এবং অগ্নিসংযোগ ও লুটতরাজের সঙ্গে জড়িত ছিলেন।
ফিরোজ খাঁ’কে ২০১৭ সালের ২৪ জানুয়ারি গ্রেপ্তার করা হয়।
Comments