অর্থনৈতিক মন্দায় ভারত, কেন্দ্রীয় ব্যাংক থেকে নিলো পৌনে ২ লাখ কোটি রুপি
অর্থনৈতিক মন্দায় ভারতের অর্থনীতি। সরকার ব্যয় মিটাতে হিমশিম খাচ্ছে। সরকারি, বেসরকারি অনেক বড় বড় প্রতিষ্ঠান বিপদে পড়েছে, পড়তে যাচ্ছে। জেট এয়ারের মতো বিশাল বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আর্থিক সঙ্কটে।
সরকারি এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়ান রেলওয়েসহ বহু প্রতিষ্ঠানের আর্থিক সঙ্কট চরম আকার ধারণ করেছে। সরকারের আয় বাড়ছে না, বাড়ছে ব্যয়। সরকারের আয়-ব্যয়ের ঘাটতি কমাতে সাহায্যের হাত বাড়িয়েছে দেশটির রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। সরকারকে ১ দশমিক ৭৬ লাখ কোটি রুপি দিয়েছে ব্যাংকটি।
আজ (২৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সরকার আর্থিক সঙ্কটে পড়ায় আরবিআই’র আর্থিক সহায়তা কিছুটা হলেও স্বস্তি দিবে সরকারকে।
দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গত সপ্তাহেই দেশীয় ঋণদাতাদের বেশি বেশি পুঁজি সংগ্রহসহ সামগ্রিক প্রবৃদ্ধির দিকে নজর দিতে বলেছিলেন। এমনকী, তিনি মোট দেশজ উৎপাদন থেকে ৩ দশমিক ৩ শতাংশের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট রয়েছেন বলেও জানান।
মুম্বাই-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ানিবেশ সিকিউরিটিজ লিমিটেডের প্রধান ধর্মেশ কান্ত সংবাদমাধ্যমটিকে বলেন, “এই তহবিলের ফলে সরকার তার আর্থিক ঘাটতির মধ্যেও অর্থনীতিকে প্রয়োজনীয় উৎসাহ প্রদান করতে পারবে।” তার মতে, “আমরা এটিকে ব্যাংকিংখাতের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছি যা অবকাঠামো, সিমেন্ট ও মেটাল ইন্ড্রাস্টিকেও চাঙা করবে।”
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সহায়তা রাজস্ব ঘাটতির কারণে সৃষ্ট ঝুঁকিগুলি দূর করবে বলে মন্তব্য করেছেন মুম্বাইয়ের ইয়েস ব্যাংক লিমিটেডের প্রধান অর্থনীতিবিদ শুভদা রাও।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ভারতের অর্থমন্ত্রণালয় যুক্তি দেখাচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক তার প্রয়োজনের তুলনায় বেশি মূলধন ধরে রেখেছে।
Comments