সিয়ামের ‘পাপ-পুণ্য’

‘স্বপ্নজাল’-এর পর নতুন ছবির কাজ শুরু করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। ছবিটির নাম ‘পাপ-পুণ্য’। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সিয়াম আহমেদকে।
siam ahmed
অভিনেতা সিয়াম। ছবি: স্টার

‘স্বপ্নজাল’-এর পর নতুন ছবির কাজ শুরু করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। ছবিটির নাম ‘পাপ-পুণ্য’। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সিয়াম আহমেদকে।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, আফসানা মিমি ও ফারজানা চুমকি ও শাহনাজ সুমি।

সিয়াম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবির গল্প ও চিত্রনাট্য সেলিম ভাই নিজেই লিখেছেন। চাঁদপুরে এর শুটিং শুরু হয়েছে। ছবিটিতে আমার সঙ্গে চঞ্চল চৌধুরীরও অভিনয় করছেন।”

‘পাপ-পুণ্য’ দারুণ একটি সিনেমা হবে- এমনটি আশা করে সিয়াম বলেন, “এমন ছবিতে সেলিম ভাই আমাকে নিয়ে ভেবেছেন দেখে ভালো লাগছে।”

সিয়াম অভিনীত ‘শান’ ও ‘বিশ্ব সুন্দরী’ নামে দুটি ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও, ‘স্বপ্নবাজী’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ‘পোড়ামন-২’ খ্যাত এই অভিনেতা।

Comments

The Daily Star  | English

8 killed as private car falls into roadside canal in Pirojpur

At least eight people, including four members of a family, died after a private car plunged into a roadside canal in Pirojpur early today

2h ago