শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশের

সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আফিফ হোসেন। তাদের ব্যাটিং নৈপুণ্যে প্রথম আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল।
Nazmul Hossain Shanto
নাজমুল হোসেন শান্ত। ছবি: ফাইল

সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আফিফ হোসেন। তাদের ব্যাটিং নৈপুণ্যে প্রথম আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল।

মঙ্গলবার (২৭ অগাস্ট) খুলনায় শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৩৩ রান তুলেছে স্বাগতিকরা। উইকেটে আছেন দলনেতা শান্ত ১২৪ ও জাকির হাসান ৯ রানে।

শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মোহাম্মদ নাঈমের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১২ রানের মাথায় ব্যক্তিগত ৯ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

দ্বিতীয় উইকেটে আসে ৬৯ রানের জুটি। ওপেনার সাইফ হাসান উইকেটে লম্বা সময় কাটিয়ে আউট হন ১৮ রান করে। তিনি খেলেন ৯৪ বল। থিতু হতে পারেননি ইয়াসির আলি। তার ব্যাট থেকে আসে ৩০ বলে ৪ রান।

৯৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে শক্ত অবস্থান পাইয়ে দেন শান্ত ও আফিফ। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৯৯ রান। আফিফ ১০৮ বলে ৫৪ রান করেন। তার ইনিংসে ছিল ৭টি চার।

দিন শেষে শান্ত অপরাজিত ১২৪ রানে। তার ২৪৯ বলের ইনিংসে চার ১২টি, ছয় ১টি। সঙ্গী জাকির ক্রিজে আছেন ৪৩ বলে ৯ রান নিয়ে। লঙ্কানদের হয়ে একটি করে উইকেট নেন কালানা পেরেরা, নিশান পেইরিস ও রমেশ মেন্ডিস।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ হাই পারফরম্যান্স দল প্রথম ইনিংস: ২৩৩/৪ (৮৮ ওভারে) (সাইফ ১৮, নাঈম ৯, শান্ত ১২৪*, ইয়াসির ৪, আফিফ ৫৪, জাকির ৯*; ফার্নান্দো ০/৪২, পেরেরা ১/৩৬, করুনারত্নে ০/৩৯, নিশান ১/৬০, মেন্ডিস ১/৪৫)।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago