বাংলাদেশ দলের নতুন ফিজিও ক্যালেফাতো
নতুন পেস বোলিং কোচ, স্পিন কোচ, প্রধান কোচ সবই পেয়ে গিয়েছিল বাংলাদেশ। সাপোর্ট স্টাফে বাকি ছিল কেবল নতুন ফিজিও। সেই পদও পূরণ হয়ে গেছে। ইতালিয়ান বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান জুলিয়ান ক্যালেফাতোকে ফিজিও হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
গত বিশ্বকাপে শ্রীলঙ্কান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ফিজিও তিহান চন্দ্রমোহনের সঙ্গে চুক্তি শেষ হয় বিসিবির। বিশ্বকাপে বাংলাদেশ ইনজুরি সমস্যায় জর্জরিত থাকায় চন্দ্রমোহনের উপর নাখোশ ছিল বোর্ড। সঙ্গত কারণেই তার চুক্তি নবায়ন করা হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় নতুন ফিজিও ক্যালেফাতোর চুক্তি থাকছে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত।
ফিজিও হিসেবে ইংলিশ কাউন্টিতে বেশ ভালো অভিজ্ঞতা আছে ক্যালেফাতোর। কাজ করেছেন গ্লস্টাশায়ার ও ডার্বিশায়ারে, ছিলেন দক্ষিণ আফ্রিকান ওয়েস্টার্ন প্রভিন্স দলেও।
ক্রিকেট ছাড়াও সেইলিং, রাগবি, আইস হকির দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে এই ফিজিওর।
ক্যালেফাতো যোগ দেওয়ায় সাপোর্ট স্টাফের পুরো ইউনিটই পেয়ে গেল বাংলাদেশ। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে কাজ করবেন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট, স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি, সীমিত পরিসরের ক্রিকেটের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও নতুন ফিজিও ক্যালেফাতো।
Comments