ডেঙ্গুতে ময়মনসিংহ ও খুলনায় ২ জনের মৃত্যু
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহে এক যুবক ও খুলনায় এক নারীর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ ত্রিশালের দরিরামপুরের হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবক গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মারা যান।
এ তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, হাফিজুল একজন গার্মেন্টস কর্মী ছিলেন।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে সহিদা বেগম (৫০) নামে আজ সকালে এক নারীর মৃত্যু হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈরেন্দ্রনাথ বিশ্বাস জানান, সহিদা ডেঙ্গু জ্বর নিয়ে মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে পাঁচটায় তার মৃত্যু হয়।
এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
Comments