র‌্যাবের অভিযানে ৪ ‘জঙ্গি’ ও ৪ ‘ডাকাত’ আটক

arrest
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানী ও সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে সন্দেহভাজন চার ‘জঙ্গি’ ও ‘ডাকাত’ দলের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানায়, রাজধানীর দক্ষিণখান এলাকায় র‌্যাব-১ এর বিশেষ অভিযানে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর চার সদস্যকে আটক করা হয়েছে।

এছাড়াও, সাভারের আশুলিয়ায় অপর একটি অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১।

র‌্যাব বলছে, এই চার জনের বিরুদ্ধে রাজধানীর তুরাগ এলাকায় কোরবানির পশু ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আটককৃতদের কাছ থেকে নিহত ব্যক্তির মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago