গোল হয়নি আবাহনী-এপ্রিল টোয়েন্টি ফাইভ সেমির প্রথমার্ধে
এপ্রিল টোয়েন্টি ফাইভ এসসিকে রুখে দিতে পারলেই ইতিহাস গড়া হয়ে যাবে ঢাকা আবাহনী লিমিটেডের। বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি কাপের ইন্টার-জোন ফাইনালে নাম লেখাতে পারবে তারা। সেই লক্ষ্য নিয়ে উত্তর কোরিয়ায় গিয়ে আবাহনী খেলছে পরিকল্পনামাফিক ফুটবল। পিয়ংইয়ংয়ে গোলশূন্যভাবে শেষ হয়েছে সেমিফাইনালের দ্বিতীয় লেগের প্রথমার্ধ।
উত্তর কোরিয়ায় পা রাখার পর থেকেই আবাহনীর খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কেননা দেশটিতে ইন্টারনেট ব্যবহারে নানা বাধ্যবাধকতা ও কঠিন নিয়মকানুন রয়েছে। তাই দেশের ফুটবল ভক্তদের আগ্রহ থাকলেও এ ম্যাচের সার্বক্ষণিক আপডেট জানাটা তাদের জন্য একরকম অসম্ভবই। এ জটিল অবস্থা থেকে কিছুটা হলেও উদ্ধার পাওয়া গেছে এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) কল্যাণে। তারা তাদের অফিসিয়াল টুইটার পেজে টুইট করে জানিয়েছে, ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি।
তবে আশার কথা হলো, প্রতিপক্ষের মাঠে এই স্কোরলাইন ধরে রাখতে পারলেই ফাইনাল নিশ্চিত হবে দেশের পেশাদার ফুটবলের ছয়বারের শিরোপাজয়ী আবাহনীর। কেননা ঢাকায় প্রথম লেগে মারিও লেমোসের শিষ্যরা ৪-৩ গোলে জিতেছিল এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে। তাই জয় নয়, এ ম্যাচে অন্তত ড্র করতে পারলেই তারা পা রাখবে ইন্টার-জোন ফাইনালে।
Comments