৩ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

চট্টগ্রাম, কুমিল্লা এবং গাজীপুর জেলায় আজ (২৯ আগস্ট) ভোরে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন।
gunfight logo
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম, কুমিল্লা এবং গাজীপুর জেলায় আজ (২৯ আগস্ট) ভোরে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মাশকুর রহমানের বরাত দিয়ে আমাদের চট্টগ্রাম সংবাদদাতা জানান, আজ ভোররাত ৩টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন কোটবাড়িয়া গ্রামে র‌্যাব সদস্যদের সঙ্গে এক ‘বন্দুকযুদ্ধে’ এক সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছেন। সেসময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এদিকে, র‌্যাব-১ এর সহকারী পরিচালক (এসপি) কামরুজ্জামানের বরাত দিয়ে আমাদের গাজীপুর সংবাদদাতা জানান, গাজীপুর মহানগরের সালনা (মোল্লাপাড়া) এলাকায় র‌্য্যবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত সুজন মিয়া গাজীপুর মহানগরের টঙ্গীর আরিচপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। র‌্যাব দাবি, নিহত ব্যক্তি একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী।

আমাদের কুমিল্লা সংবাদদাতা জানান, জেলার আদর্শ সদর উপজেলায় শ্রীপুর এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্দেহভাজন ইয়াবা চোরাকারবারি নিহত হয়েছেন।

নিহত রাসেল (৩০) পাঁচবিবি এলাকার হারু মিয়ার ছেলে।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন খান বলেন, “রাসেল একজন তালিকাভুক্ত মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে অন্তত ১০টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।”

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago