ডেঙ্গু: রংপুরে শিশুর মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মনীষা আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
dengue
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মনীষা আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ (২৯ আগস্ট) ভোররাত সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মনীষা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মকবুল হোসেনের মেয়ে।

রমেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম শাহেদুজ্জামান রিবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত শিশু মনীষার বাবা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। বাবা-মায়ের সঙ্গে থাকতো মনীষা। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে শিশুটিকে প্রথমে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে মনীষাকে গত ২৬ আগস্ট দিনাজপুর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ৬ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে গাইবান্ধার পলাশবাড়ির রিয়ানা (৩) নামে এক শিশু, ১১ আগস্ট মনিরুল ইসলাম (৩২) নামে লালমনিরহাটের এক কাপড় ব্যবসায়ী এবং ২৭ আগস্ট দিনাজপুরের বিরল উপজেলার মাহাতাব উদ্দিন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়।

তারা সবাই ঢাকা থেকে এসে রমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

অন্যদিকে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রবিউল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে।

Comments

The Daily Star  | English

Reforms needed before polls: Yunus

The 84-year-old microfinance pioneer is helming a temporary administration, to tackle what he has called the "extremely tough" challenge of restoring democratic institutions.

46m ago