ভারতের কাছে হেরে গ্রুপ পর্বেই বিদায় বাংলাদেশের

bnagladesh u-19 football
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। ফাইল ছবি: বাফুফে

মাঠে নামার আগেই বাংলাদেশের কিশোররা জেনেছিল ভুটানকে হারিয়ে দিয়েছে নেপাল। তাই শিরোপা ধরে রাখতে ভারতকে হারানোর কোন বিকল্প ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড়দের। কিন্তু তাতো পারেইনি উল্টো ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেছে তারা। ফলে গতুপ পর্ব থেকেই ছিটকে গেল রবার্ট মার্টিন রায়েলসের শিষ্যরা।

বৃহস্পতিবার ভারতের কল্যাণী স্টেডিয়ামে ভারতের কাছে ০-৪ গোলের ব্যবধানে হারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। আরও একবার ক্লিনশিট রাখে ভারত। আগের তিন ম্যাচের সবকটি ম্যাচেই ক্লিনশিট রেখে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিকরা। আর সে তিন ম্যাচে তারা গোল দিয়েছিল ১৭টি।

টুর্নামেন্টে শুরুটা অবশ্য বাংলাদেশও খারাপ করেনি। প্রথম দুই ম্যাচেই উড়ন্ত জয়। ভুটানকে ৫-২ এবং শ্রীলঙ্কাকে ৭-১ গোলে হারায় তারা। কিন্তু নেপালের বিপক্ষে খেই হারিয়ে ফেলে দলটি। ১-৪ গোলে হেরে সমীকরণ কঠিন করে ফেলে মোস্তফা আনোয়ার পারভেজের দল। আর ভারতের বিপক্ষে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের।

এদিন ম্যাচের শুরুতে বৃষ্টি বাগড়া দেয়। মাঠে জমে থাকা পানিতে নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয় বাংলাদেশ। ছোট ছোট পাসে এগিয়ে যাওয়ার চেষ্টা আটকা পড়ে তাদের। ঘরের মাঠে পরিস্থিতি বুঝে লম্বা পাশে খেলে ভারত। চারটি গোলই তারা দিয়েছে সেট পিস থেকে।

ম্যাচের ২৯তম মিনিটে ফ্রি কিক থেকে হেড করে দলকে এগিয়ে নেন হিমাংশু জংরা। দ্বিতীয় গোল তারা পায় ৭৪তম মিনিটে। আরও একটি ফ্রি কিক থেকে আবারো হেড করেই ব্যবধান বাড়ান জংরা। এর পাঁচ মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এবারও হেড থেকেই গোল পান এ ফরোয়ার্ড। তবে বল পান কর্নার থেকে।

ম্যাচের শেষ মুহূর্তে আরও এক গোল হজম করে বাংলাদেশ। ৯০তম মিনিটে দারুণ এক ফ্রি কিক থেকে আসা বল ঠিকভাবে ঠেকাতে পারেননি গোলরক্ষক। বল তার হাতে লেগে সেটা বারপোস্টে লেগে ফিরে আসে। ফাঁকায় বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন শুভ পল।

মোট ৫টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। অংশ নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশসহ শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও স্বাগতিক ভারত। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে শেষে ভারত ও নেপাল ফাইনালের টিকেট কেটে নেয়। আগামী শনিবার এ দুই দলের মধ্যকার ফাইনাল দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

3h ago