আফগানিস্তান সিরিজের আগে নাঈমের ৭ উইকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের আত্মপ্রকাশের সিরিজেই আলো ছড়িয়েছিলেন নাঈম হাসান। কন্ডিশনের কারণে তাকে খেলানো হয়নি নিউজিল্যান্ড সফরে। আবার ঘরের মাঠে খেলা, আফগানিস্তানের বিপক্ষে। অনুমিতভাবে এবারও দলে আছেন তরুণ এই অফ স্পিনার। দলে থাকার দিনেই শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ৭ উইকেট নিয়ে একাদশে থাকার দাবিও জানিয়ে রেখেছেন তিনি।
Nayeem Hasan
ছবি: বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের আত্মপ্রকাশের সিরিজেই আলো ছড়িয়েছিলেন নাঈম হাসান। কন্ডিশনের কারণে তাকে খেলানো হয়নি নিউজিল্যান্ড সফরে। আবার ঘরের মাঠে খেলা, আফগানিস্তানের বিপক্ষে। অনুমিতভাবে এবারও দলে আছেন তরুণ এই অফ স্পিনার। দলে থাকার দিনেই শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ৭ উইকেট নিয়ে একাদশে থাকার দাবিও জানিয়ে রেখেছেন তিনি।

শুক্রবার (৩০ অগাস্ট) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দাপট দেখিয়ে ম্যাচ ড্র করে বাংলাদেশ এইচপি দল। লঙ্কানদের ২৪৪ রানে গুটিয়ে দিতে বল হাতে সবচেয়ে উজ্জ্বল নাঈম। ৪০ ওভার বল করে ৯৩ রান দিয়ে প্রতিপক্ষের ৭ ব্যাটসম্যানকে কাবু করেন নাঈম।

নাঈমের দারুণ বোলিংয়ে ১১৬ রানের বড় লিড পায় এইচপি দল। পরে সাইফ হাসানের ব্যাটিংয়ে দিনের বাকিটুকু অনায়াসে পার করে ম্যাচ ড্র করে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে সাইফের অপরাজিত ৪০ রানে ৪ উইকেটে ১০২ রানে দিন শেষ করে এইচপি দল।

বৃষ্টির কারণে আগের দিন অনেকটা সময় নষ্ট হওয়ায় এদিন এমনিতেই ম্যাচের ফল বের করা ছিল দুরূহ। ৬ উইকেটে ১৯০ রান নিয়ে নামা শ্রীলঙ্কা যেতে পারেনি আর বেশি দূর। আগেই ৪ উইকেট নিয়ে ফেলা নাঈম এদিন নেন আরও ৩ উইকেট।

প্রথম ইনিংসে ১৩৩ রানের ইনিংস খেলায় ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক শান্ত।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ এইচপি দল প্রথম ইনিংস:  ৩৬০

শ্রীলঙ্কা ইমার্জিং দল প্রথম ইনিংস: (আগের দিন ১৯০/৬) ১০৩.৪ ওভারে ২৪৪ (বান্দারা ৮৫, করুনারত্নে ৮, পেরেরা ৮, নিশান ১৫, ফার্নান্দো ১*; ইয়াসিন ০/২৮, শফিকুল ২/৫৯, নাঈম ৭/৯৩, তানভীর ১/৪১, আফিফ ০/৬)

বাংলাদেশ এইচপি দল দ্বিতীয় ইনিংস: ৪৩ ওভারে ১০২/৪ (সাইফ ৪০*, নাঈম ৮, শান্ত ২৫, ইয়াসির ৩, আফিফ ১, জাকির ২৫*; ফার্নান্দো ১/১৯, পেরেরা ০/৪, করুনারত্নে ০/৫, মেন্ডিস ০/১৮, নিশান ৩/৪৩, আসালঙ্কা ০/১৩)

ফল: ম্যাচ ড্র

ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন শান্ত।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

12h ago