মানসিকভাবেও শক্ত প্রস্তুতি নিয়ে এসেছেন রশিদরা

Rashid Khan
ছবি: রাজীব রায়হান

আফগানিস্তান টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দাপট দেখায়, ওয়ানডেতে করে সমান তালে লড়াই। কিন্তু খেলা যখন টেস্ট, অভিজ্ঞতায় সেখানে বেশ খানিকটা পিছিয়ে আফগানরা। প্রথমবার বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে নামতে শুক্রবার (৩০ অগাস্ট) চট্টগ্রামে পৌঁছেছে আফগানিস্তান। নতুন অধিনায়ক রশিদ খান জানালেন, স্কিলের পাশাপাশি মনের দিক থেকেও তারা তৈরি হয়েই এসেছেন।

এদিন সকাল সাড়ে নয়টায় ঢাকায় নামে আফগানিস্তান। দুঘণ্টা পরে আরেকটি ফ্লাইটে দুপুরেই পৌঁছে যায় একমাত্র টেস্টের ভেন্যু চট্টগ্রামে। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রশিদ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। তা নিয়েই রোমাঞ্চ তার চোখেমুখে।

সে রোমাঞ্চ একটু সরিয়ে রাখলেই অপেক্ষা কঠিন পরীক্ষার। টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন বোলার হলেও টেস্টে এখনো কেবলই শুরু তার। দল হিসেবে আনকোরা আফগানিস্তান এই সংস্করণের ভাষা পড়ে নিতে চায় দ্রুত, ‘এটা (টেস্ট) ভিন্নরকম বটেই। আপনাকে ভিন্ন ধরনের মানসিকতা রাখতে হবে। আপনি অনেক সময় পাবেন আবার চাপও বেশি পাবেন টেস্টে। খেলোয়াড় হিসেবে আপনাকে টি-টোয়েন্টি, ওয়ানডে আর টেস্টে দ্রুত মানিয়ে নেওয়া জানতে হবে। আমরা তার জন্য তৈরি আছি। আমাদের মানসিক শক্ত প্রস্তুতিই আছে।’

‘চার দিন, পাঁচ দিনের ম্যাচ কীভাবে খেলে তা নিয়ে আমরা কাজ করছি। এখানে আসার আগে ভালো অনুশীলন করেছি। ভালো করার ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।’

ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। সে খবর রাখা আফগান অধিনায়ক জানালেন প্রতিপক্ষের সামর্থ্য হিসেব করেই প্রস্তুতি নিয়ে এসেছেন তারা, ‘বাংলাদেশ গত তিন চার বছর থেকে দারুণ খেলছে। বিশেষ করে বিশ্বকাপে তারা ছিল অবিশ্বাস্য। তারা দিনে দিনে উন্নতি করছে। দল হিসেবে প্রতিপক্ষ সবার জন্যই আমাদের প্রস্তুতি থাকে। এবারও তা আছে। ইনশাল্লাহ সেরা কিছু করার চেষ্টাই করব।’

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুদলের একমাত্র টেস্ট।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

12m ago