ইউএস ওপেনের শেষ ষোলোতে ফেদেরার-জোকোভিচ-সেরেনা
তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়ে ইউএস ওপেনের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন প্রতিযোগিতার ছেলেদের এককের পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। তার সঙ্গী হয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন ও তিনবারের শিরোপাজয়ী নোভাক জোকোভিচ। মেয়েদের একক থেকে শেষ ষোলো নিশ্চিত করেছেন ছয়বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।
আর্থার অ্যাশ কোর্টে সুইজারল্যান্ডের তারকা ফেদেরার একপেশে ম্যাচে হারিয়েছেন যুক্তরাজ্যের ড্যান ইভান্সকে। সরাসরি সেটে ৩-০ ব্যবধানে জিতেছেন ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা। মাত্র ১ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে তিন নম্বর বছাই ফেদেরার জিতেছেন ৬-২, ৬-২ ও ৬-১ গেমে। পরের রাউন্ডে তিনি মোকাবেলা করবেন ১৫ নম্বর বাছাই বেলজিয়ামের ডেভিড গোফিনকে।
সার্বিয়ার তারকা শীর্ষ বাছাই জোকোভিচও সহজ জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের ডেনিস কুডলার বিপক্ষে। সরাসরি সেটে ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে জিতেছেন তিনি। শেষ ষোলোতে জোকোভিচকে দিতে হবে কঠিন পরীক্ষা। তার প্রতিপক্ষ ২০১৬ ইউএস ওপেন জয়ী স্ট্যান ভাভরিঙ্কা। এই সুইস তৃতীয় রাউন্ডে ইতালির পাওলো লরেঞ্জিকে হারিয়েছেন ৬-৪, ৭-৬ (১১-৯) ও ৭-৬ (৭-৪) গেমে।
তবে অঘটনের শিকার হয়েছেন কেই নিশিকোরি। সাত নম্বর বাছাই জাপানিজ তারকাকে বিদায় করে দিয়েছেন ২০ বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যালেক্স ডি মিনাউর। ৬-২, ৬-৪, ২-৬ ও ৬-৩ ব্যবধানে হেরেছেন নিশিকোরি।
মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলতে সেরেনার চাই মাত্র একটি শিরোপা। সে লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন তিনি। তৃতীয় রাউন্ডে তার কাছে পাত্তা পাননি চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা। সেরেনা জিতেছেন ৬-৩, ৬-২ গেমে। শেষ ষোলোতে তিনি মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ার পেত্রা মার্তিচের।
Comments