তালিকায় নেই বিরোধীদলের বিধায়কের নাম
ওয়েবসাইটে নিজের নাম দেখতে পাননি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা অনন্ত কুমার মালো। তিনি আসামের দ্বিতীয় শক্তিশালী বিরোধীদলের বিধায়ক।
আজ (৩১ আগস্ট) আসামের জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় প্রায় ১৯ লাখ মানুষের নাম বাদ পড়েছে। নাম বাদ পড়া সেই তালিকায় রয়েছেন বিধায়ক মালো।
নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় রয়েছেন ৩ কোটি ১১ লাখ মানুষ। সমস্ত আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তালিকার বাইরে থাকা ব্যক্তিদের বিদেশি বলে গণ্য করা হবে না বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
যারা তালিকার বাইরে রয়েছেন, তারা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন, আবেদনের সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শুনানির জন্য মোট ১,০০০ ট্রাইব্যুনাল তৈরি করা হবে। ইতিমধ্যেই ১০০টি ট্রাইব্যুনাল খোলা হয়েছে এবং আরও ২০০টি ট্রাইব্যুনাল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে খোলা হবে।
ট্রাইব্যুনালে হেরে গেলে, পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যাবে। সমস্ত আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কাউকে আটক করা হবে না বলেও জানিয়েছে ভারত সরকার।
আরো পড়ুন:
কারগিল যুদ্ধের সৈনিকও ভারতীয় নাগরিক নন!
আসামের নাগরিক তালিকা থেকে বাদ ১৯ লাখ
এনআরসি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে কেন্দ্র: তরুণ গগৈ
ভারতের ‘অভ্যন্তরীণ’-‘বাংলাদেশি’ ইস্যু!
Comments