আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে নাঈম ইসলাম

আফগানিস্তানের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচের দলে বিসিবি একাদশে জায়গা পেয়েছেন অভিজ্ঞ নাঈম ইসলাম। এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহানদের সঙ্গে মানিক খান, সুমন খানের মতো তরুণরাও জায়গা পেয়েছেন এই দলে। অনেকদিন পর মূল স্রোতের কোন দলে ডাক পড়েছে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের।
naeem islam

আফগানিস্তানের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচের দলে বিসিবি একাদশে জায়গা পেয়েছেন অভিজ্ঞ নাঈম ইসলাম। এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহানদের সঙ্গে মানিক খান, সুমন খানের মতো তরুণরাও জায়গা পেয়েছেন এই দলে। অনেকদিন পর মূল স্রোতের কোন দলে ডাক পড়েছে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রবিবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হবে দুইদিনের প্রস্তুতি ম্যাচ। তাতে অনেকদিন পর জাতীয় দলের আশেপাশের কোন প্রক্রিয়ায় নেওয়া হলো নাঈমকে। বাংলাদেশের হয়ে ৮ টেস্ট খেলা নাঈম সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১২ সালে। ৫৯ ওয়ানডের ক্যারিয়ারও থেমে আছে ২০১৪ সালে, ১০ টি-টোয়েন্টির সর্বশেষটি নাঈম খেলেছিলেন সেই ২০১৩ সালে।

তবে এই সময়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই রান করে আসছেন নাঈম। বিশেষ করে দীর্ঘ পরিসরের ক্রিকেটে বরাবরই দেখিয়েছেন দৃঢ়তা । ধারাবাহিক পারফর্ম করেও ফেরা হয়নি জাতীয় দলে। এবার জাতীয় দলে না ফিরলেও বিসিবি একাদশের হয়ে নিজেকে প্রমাণের আরেক দফা সুযোগ পেলেন তিনি।

বিসিবি একাদশে রাখা হয়েছে কন্ডিশনিং ক্যাম্পে না থাকা দুই উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও এনামুল হক বিজয়কে। অধিনায়কত্বও করবেন সোহান। আছেন আল-আমিন জুনিয়র, ফজলে মাহমুদ রাব্বির মতো পরিচিত মুখরা।

অনেকদিন মূল স্রোতের বাইরে চলে যাওয়া লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনও সুযোগ পেয়েছেন এই দলে। আছেন ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো তরুণ পেসার সুমন খান ও মানিক খান।

বিসিবি একাদশ: ফারদীন হাসান অনি, সাব্বির হোসেইন, আল-আমিন জুনিয়র, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফজলে মহমুদ রাব্বি, মানিক খান, সুমন খান, সালাউদ্দিন শাকিল, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান রানা, আসাদুল্লাহ গালিব, ইরফান শুক্কুর।

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks info on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

2h ago