টেক্সাসে গুলিতে বন্দুকধারীসহ নিহত ৫
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নির্বিচারে গুলি চালিয়ে চারজনকে হত্যার পর পুলিশের গুলিতে ৩০ বছর বয়সী শ্বেতাঙ্গ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার পশ্চিম টেক্সাসের মিডল্যান্ড ও ওডেসা শহরের মাঝামাঝি একটি স্থানে সন্দেহভাজন ওই বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে আরও ২১ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তি মার্কিন ডাক বিভাগের গাড়ি ছিনতাই করে পুলিশ কর্মকর্তাসহ রাস্তায় থাকা গাড়ি ও পথচারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পরে ওডেসার একটি মাল্টিপ্লেক্স সিনেমা কমপ্লেক্সের বাইরে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
ওডেসা মেডিকেল সেন্টার হাসপাতালের পরিচালক রাসেল তিপিন সাংবাদিকদের জানান, একজন মৃত ব্যক্তিসহ আহত ১৩ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত অপর দুজন চিকিৎসা গ্রহণ শেষে ফিরে গেছেন এবং দুই বছরের কম বয়সী এক শিশু চিকিৎসাধীন রয়েছেন।
মিডল্যান্ডের মেয়র জেরি মোরালেস জানান, এ ঘটনায় মিডল্যান্ড, ওডেসা এবং জননিরাপত্তা বিভাগে কর্মরত তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
Comments