টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নারীদের ম্যাচ গড়াল রিজার্ভ ডেতে
পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। কিন্তু আগের দিন বৃষ্টির কারণে মাঠ গড়ায়নি একটি বলও। মাঠ খেলার অনুপযোগী থাকায় টসই হয়নি। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটি পরিবর্তিত সূচিতে আগামীকাল সোমবার (২ সেপ্টেম্বর) মাঠে গড়াবে একই ভেন্যুতে, স্কটল্যান্ডের ডান্ডির ফোর্টহিলে।
বাছাইয়ের ম্যাচ খেলার জন্য অবশ্য অপেক্ষায় থাকতে হচ্ছে না সালমা খাতুনের নেতৃত্বাধীন দলকে। রবিবারই (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে নারীরা। ম্যাচের ভেন্যু আরব্রোদ। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। 'এ' গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড, তাদের বিপক্ষে টাইগ্রেসরা লড়বে আগামী ৩ সেপ্টেম্বর।
বিশ্বকাপ বাছাইপর্বে 'বি' গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমি-ফাইনালে। আর ফাইনালে ওঠা দল দুটি পাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ার মাটিতে। গেলবার বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ।
Comments