প্রস্তুতি ম্যাচে আফগান ওপেনারদের দৃঢ়তা

বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ শুরু করেছে আফগানিস্তান। প্রথম সেশনের পুরোটাই ব্যাট করেছেন তাদের দুই ওপেনার ইহসানুল্লাহ ও ইব্রাহিম জাদরান।

বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ শুরু করেছে আফগানিস্তান। প্রথম সেশনের পুরোটাই ব্যাট করেছেন তাদের দুই ওপেনার ইহসানুল্লাহ ও ইব্রাহিম জাদরান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৭৭ রান তুলেছে আফগানিস্তান। ইহসানুল্লাহ ৮২ বলে ৩৭ রান নিয়ে খেলছেন, তার সঙ্গী ইব্রাহিম ৭৯ বলে করেছেন ৩০ রান।

রবিবার সকালে (১ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। আফগান ওপেনাররা ধীরে-সুস্থে চালাতে থাকেন ব্যাট। দুজনেই থিতু হন অনেকটা সময় নিয়ে। থিতু হওয়ার পর বেশ স্বচ্ছন্দেই খেলছেন তারা। বাংলাদেশি বোলারদের মধ্যে কেউই তেমন ধন্দে ফেলতে পারেননি আফগান ওপেনারদের।

আগামী ৫ সেপ্টেম্বর একই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে নামবে আফগানিস্তান। তার আগে নিজেদের ঝালাই করতে এই প্রস্তুতি ম্যাচটাই বেশি গুরুত্বপূর্ণ সফরকারীদের কাছে। এদিকে টেস্ট খেলতে রবিবার বিকালে চট্টগ্রামে যাচ্ছে সাকিব আল হাসানের দল।

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

2h ago