এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়, আমরা সতর্ক রয়েছি: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের আসাম রাজ্যে অবৈধ অভিবাসী শনাক্তকরণে প্রকাশিত চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) সেদেশের অভ্যন্তরীণ বিষয়।
আজ (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, “ভারত আমাদের প্রতিবেশী দেশ, আসাম প্রতিবেশী দেশের একটি রাজ্য। আমরা এনআরসির বিষয়টি পর্যবেক্ষণ করছি। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। তারপরও আমরা সতর্ক রয়েছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত।”
কাদের আরও বলেন, “যতোটুকু জানি, এই তালিকায় হিন্দুও আছে, মুসলমানও আছে। হিন্দুরা এই তালিকায় আছে ৬০ ভাগ, মুসলমানেরা ৪০ ভাগ। তবে আমরা পর্যবেক্ষণ করছি এ কারণে যে, এটা নিয়ে আপিল করার সুযোগ আছে। এই মুহূর্তে কোনো সুইপিং কমেন্ট করা যাবে না।”
গতকাল রাতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বোমা হামলার বিষয়ে কাদের বলেছেন, “পুলিশের আইজি এবং ঢাকার পুলিশ কমিশনারের সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা নিশ্চিত করেছেন যে, ওই হামলায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম টার্গেট ছিলেন না। এটি পুলিশের ওপর হামলা ছিলো।”
তবে তিনি এও বলেন, “ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে এক সময় যে মন্ত্রী-সাংসদ ও রাজনীতিবিদেরা টার্গেট হবে না, তা বলা যায় না।”
Comments