হরভজন-ইরফানের পর ‘হ্যাটট্রিকম্যান’ বুমরাহ

টেস্ট ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন জাসপ্রিত বুমরাহ। শুধু টানা তিন বলে তিন উইকেট নিয়েই ক্ষান্ত হননি তিনি। জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের পতন হওয়া ৭ উইকেটের একটি বাদে সবকটি শিকার করেছেন এই পেসার। হনুমা বিহারির ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির পর বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে স্যাবাইনা পার্কে চালকের আসন দখল করেছেন বিরাট কোহলিরা।
jasprit bumrah
জাসপ্রিত বুমরাহ। ছবি: এএফপি

টেস্ট ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন জাসপ্রিত বুমরাহ। শুধু টানা তিন বলে তিন উইকেট নিয়েই ক্ষান্ত হননি তিনি। জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের পতন হওয়া ৭ উইকেটের একটি বাদে সবকটি শিকার করেছেন এই পেসার। হনুমা বিহারির ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির পর বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে স্যাবাইনা পার্কে চালকের আসন দখল করেছেন বিরাট কোহলিরা।

২০০১ সালে সাদা পোশাকে ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন স্পিনার হরভজন সিং। কলকাতায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার পাঁচ বছর পর একই স্বাদ নিয়েছিলেন পেসার ইরফান পাঠান। করাচিতে তাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ওই ঘটনার ১৩ বছর পর বিরল এই কীর্তির মালিক হয়েছেন বুমরাহ।

শনিবার (৩১ অগাস্ট) আগের দিনের ৫ উইকেটে ২৬৪ রান নিয়ে খেলতে নামে ভারত। বিহারির সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ গিয়ে পৌঁছায় ৪১৬ রানে। বিহারি ২২৫ বল খেলে ১৬ চারে করেন ১১১ রান। অষ্টম উইকেটে ইশান্ত শর্মাকে নিয়ে গড়েন ১১২ রানের জুটি। ইশান্তের ব্যাট থেকে আসে ৮০ বলে ৫৭ রান। ক্যারিবিয়ানদের পক্ষে অধিনায়ক জেসন হোল্ডার ৫ উইকেট নেন ৭৭ রানে। অভিষেক ম্যাচ খেলতে নামা স্পিন অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল ৩ উইকেট পান ১০৫ রানে।

এরপর ৭ উইকেটে ৮৭ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে উইন্ডিজ। এখনও ৩২৯ রানে পিছিয়ে থাকায় ফলো-অনের শঙ্কায় রয়েছে তারা। উইকেটে আছেন জাহমার হ্যামিল্টন ২ ও রাহকিম কর্নওয়াল ৪ রানে।

ব্যাটিংয়ে নেমেই বুমরাহর তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের নবম ওভারের মধ্যে হ্যাটট্রিক আদায় করে নেন তিনি। ফেরান জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো ও শামার ব্রুকসকে। বুমরাহ থেমে যাননি সেখানেই। এরপর রোস্টন চেজ ও ক্রেইগ ব্র্যাথওয়েটও হন তার শিকার। ফলে ১৩তম ওভারের মধ্যে ২২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

পায়ে হালকা চোট পেয়ে মাঝে কিছু সময়ের জন্য মাঠের বাইরে চলে যান বুমরাহ। ফিরেই আবার লেগে পড়েন উইকেট দখলে। তার ষষ্ঠ শিকার হন উইন্ডিজ দলনেতা হোল্ডার। এর আগে শিমরন হেটমায়ারকে সাজঘরে পাঠান মোহাম্মদ শামি। হোল্ডারের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে ৪৫ রান যোগ করে দলের স্কোর কিছুটা ভদ্রস্থ করার চেষ্টা করেছিলেন হেটমায়ার। তার ব্যাট থেকে আসে ৫৭ বলে ৩৪ রান।

৯.১ ওভার বল করে বুমরাহ ৬ উইকেট নেন ১৬ রানে। মাত্র ১২ টেস্টের ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। ১ উইকেট নিতে শামির খরচা ১৯ রান।

টস: ওয়েস্ট ইন্ডিজ

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

ভারত প্রথম ইনিংস: (আগের দিন ২৬৪/৫) ১৪০.১ ওভারে ৪১৬ (বিহারি ১১১, পান্ত ২৭, জাদেজা ১৬, ইশান্ত ৫৭, শামি ০, বুমরাহ ০*; রোচ ১/৭৭, গ্যাব্রিয়েল ০/৭৪, হোল্ডার ৫/৭৭, কর্নওয়াল ৩/১০৫, চেজ ১/৮, ব্র্যাথওয়েট ১/৮)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৩৩ ওভারে ৮৭/৭ (ব্র্যাথওয়েট ১০, ক্যাম্পবেল ২, ব্রাভো ৪, ব্রুকস ০, চেজ ০, হেটমায়ার ৩৪, হোল্ডার ১৮, হ্যামিল্টন ২*, কর্নওয়াল ৪*; ইশান্ত ০/২০, বুমরাহ ৬/১৬, শামি ১/১৯, জাদেজা ০/১৯)।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

6h ago