সাভারে ডেঙ্গুজ্বরে কলেজ শিক্ষকের স্ত্রীর মৃত্যু
সাভারে ডেঙ্গুজ্বরে এক কলেজ শিক্ষকের স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত খাদিজা বেগম (৪২) আশুলিয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রভাষক হাবিবুর রহমানের স্ত্রী।
গতকাল (৩১ আগস্ট) রাত ১১টার সময় সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাদিজা।
এনাম মেডিকেলে কলেজ এন্ড হাসপাতালের ইউসুফ আলী ডিউটি ম্যানেজার দ্য ডেইলি স্টারকে বলেন, ডেঙ্গু পজিটিভ নিয়ে গুরুতর অবস্থায় গতকাল (৩১শে আগস্ট) বিকেল ৫টার দিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় খাদিজাকে। পরে রাত ১১টার দিকে তিনি মারা যান।
নিহতের স্বামী হাবিবুর রহমান জানান, কয়েকদিন যাবৎ ডেঙ্গুজ্বরে ভুগছিলেন তার স্ত্রী। বিকালে অবস্থার অবনতি হলে তাকে এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
Comments