নারায়ণগঞ্জে বিএনপির র্যালিতে পুলিশের বাধা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে র্যালি করেছে বিএনপি। এসময় পুলিশের বাধায় র্যালি পণ্ড হওয়ার অভিযোগ করেছে নেতাকর্মীরা। তবে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতাকর্মীরা জানান, রোববার বিকেল সাড়ে ৫টায় শহরের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে থেকে মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে র্যালিটি বের হয়। পরে র্যালিটি ৫০ গজ সামনে যেতেই বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশের ধাওয়ায় র্যালি পণ্ড হয়ে যায়। বাধ্য হয়ে নেতাকর্মীরা ২নং রেল গেইট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে।
সাখাওয়াত হোসেন খান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করছিলাম। কিন্তু আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আমরা বিশৃঙ্খলার বিশ্বাস করিনি। আমরা শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনা সম্ভব নয়।
এর আগে ক্লাব মার্কেটের সামনে নেতাকর্মীদের নিয়ে সাখাওয়াত হোসেন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, মিছিলের অনুমতি ছিল না। তারপরও তাদের মিছিলে বাধা দেওয়া হয়নি। পুলিশ দেখে তারাই মিছিল সমাপ্ত করে চলে গেছে।
Comments