বিআইডব্লিউটিসি কর্মকর্তাকে চাপা দেওয়া বাসচালক গ্রেপ্তার
রাজধানীর বাংলামোটর এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা কৃষ্ণা রায়ের বাঁ পা পিষে দেওয়া ট্রাস্ট ট্রান্সপোর্ট বাসের চালক মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইয়ের ঢাকা মহানগরের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুরের কাজীপাড়া থেকে মোরশেদকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, কৃষ্ণাকে চাপা দেওয়ার পর মোরশেদ ঢাকা ত্যাগ করেন এবং গতকাল তিনি ফিরে আসেন।
গত ২৭ আগস্ট দুপুরে রাজধানীর বাংলামোটর মোড়ের ফুটপাতে হাঁটছিলেন কৃষ্ণা রায়। তখন ট্রাস্ট ট্রান্সপোর্টের বেপরোয়া গতির একটি বাস রাস্তা থেকে ফুটপাতে উঠে তাকে চাপা দেয়। এতে তার বাঁ পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
কৃষ্ণাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। সেখান থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ স্থানান্তর করা হয় তাকে। সেখানে তার পায়ে অস্ত্রোপচার করা হয়।
Comments