রপ্তানি পণ্য পরিবহন শ্রমিকদের কর্মবিরতি
চট্টগ্রামে রপ্তানি পণ্য পরিবহন শ্রমিকদের সংগঠন প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের এক চালকের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ সকাল থেকে কর্মবিরতি পালন করা হচ্ছে।
আমাদের চট্টগ্রাম সংবাদদাতা জানান, ভোর ছয়টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। এতে ১৯টি ইনল্যান্ড কনটেইনার ডিপো (অফডক) ও তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্প-কারখানার কনটেইনার পরিবহন ব্যবস্থা বন্ধ রয়েছে।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী বলেন, “গত ২৮ আগস্ট এই হত্যাকাণ্ড ঘটলেও পুলিশ বলছে অপরাধীদের ধরতে তারা তিনদিন ধরে চেষ্টা চালাচ্ছে। কিন্তু চারদিন পেরিয়ে গেলেও তারা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাই আমরা কর্মবিরতি পালন করে প্রতিবাদ জানাচ্ছি।”
উল্লেখ্য, গত ২৮ আগস্ট সীতাকুণ্ডের কালুশাহ মাজার এলাকায় একটি গ্যারেজের ভেতর তাহসিন এন্টারপ্রাইজের গাড়ি চালক শাহজাহান সাজুকে (৪৮) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
Comments