ক্ষুদে বার্তায় নেইমারকে কি লিখেছিলেন মেসি?

ফাইল ছবি: এএফপি

নেইমার যখন পিএসজি ছাড়া ইচ্ছা পোষণ করেন তখন থেকেই তাকে ফেরত আনার জন্য ক্লাবকে চাপ দিচ্ছিলেন লিওনেল মেসি। আর আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী তখন থেকে তার সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছিলেন বার্সেলোনার অধিনায়ক। মুঠো ফোনে তাদের মধ্যে ক্ষুদে বার্তাও বিনিময় হয় বলেও সংবাদ উঠে আসে। কিন্তু শেষ পর্যন্ত চলতি মৌসুমে নেইমারকে আর দলে ফেরাতে পারেনি কাতালানরা।

কিন্তু নেইমারকে কেন এতো করে বার্সায় আবার ফেরত চেয়েছেন মেসি? এ নিয়ে গুঞ্জনের শেষ নেই। তবে এর কিছু কারণ উল্লেখ করে আগের দিন সংবাদ প্রকাশ করেছে ফরাসী গণমাধ্যম লা'ইকুয়েপে। সংবাদে নেইমারকে দেওয়া একটি ক্ষুদে বার্তার কথাও প্রকাশ করে গণমাধ্যমটি। যেখানে এ ব্রাজিলিয়ানকে মেসি লিখেছেন, 'চ্যাম্পিয়ন্স লিগ আবার জয়ের জন্য আমরা তোমাকে চাই।'

তবে নেইমারকে আপাতত চলতি মৌসুমে আর বার্সায় দেখায় সম্ভাবনা নেই বললেই চলে। স্প্যানিশ গণমাধ্যমগুলোর সংবাদ অনুযায়ী চলতি মৌসুমে নেইমারকে ফেরানোর জন্য আর কোন পদক্ষেপ নিচ্ছে না বার্সেলোনা। এদিকে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে গ্রীষ্মের দল বদলের সময় সূচি। এরমধ্যে নাটকীয় কিছু না হলে চলতি মৌসুমে পিএসজিতেই থেকে যেতে হবে নেইমারকে। আর সে সম্ভাবনা নেই বললেই চলে।

আর ফরাসী গণমাধ্যমের সংবাদ অনুযায়ী পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেনও এ ব্রাজিলিয়ান। এরমধ্যেই এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনাও করেছেন তিনি। তবে এখন পর্যন্ত এ মৌসুমে ক্লাবের হয়ে খেলতে নামেননি তিনি। প্রাক মৌসুমে দলের সঙ্গে থাকলেও তাকে মাঠে নামাননি কোচ টমাস টুখেল।

নেইমারকে ফেরাতে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। কিন্তু কোন প্রস্তাবেই মন গলেনি পিএসজি কর্তাদের। পরে ১৫০ মিলিয়ন ইউরোর সঙ্গে ইভান রাকিতিচ ও উসমান দেম্বেলেকে চেয়েছিল ফরাসী ক্লাবটি। সে প্রস্তাবে আবার রাজী হয়নি বার্সেলোনা। তবে দেম্বেলেকে ধারে দিতে রাজী হয়েছিল কাতালানরা। কিন্তু পিএসজি তাকে একেবারেই চেয়েছিল। ওইদিকে দেম্বেলে বার্সেলোনা ছেড়ে কোথাও যেতে রাজী নন। তাই নানা জটিলতায় আটকে যায় নেইমারের ফেরার বিষয়টি।

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

17h ago