রোহিঙ্গাদের মোবাইল সেবা দেওয়া হবে না: বিটিআরসি
রোহিঙ্গাদের কোনো মোবাইলফোন সেবা এবং আশ্রয় শিবিরগুলোর আশেপাশে মোবাইল সেবা বন্ধ করে দেওয়ার জন্যে সব মোবাইল অপারেটরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
গতকাল (১ সেপ্টেম্বর) দেশের চারটি মোবাইল অপারেটরকে দেওয়া বিটিআরসির এক নির্দেশনায় বলা হয়, তারা রোহিঙ্গাদের কাছে কোনো সিম বিক্রি করতে পারবে না।
এছাড়াও, অপারেটরগুলোকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে রোহিঙ্গারা কোনোভাবে মোবাইল সংযোগ পেতে না পারে।
একই সঙ্গে অপারেটরগুলোকে আগামী সাতদিনের মধ্যে এ বিষয়ে বিটিআরসিকে জানানোর কথাও উল্লেখ করা হয়েছে।
Comments