৬৫১টি মুনিয়া-তোতা-ঘুঘু উদ্ধার
বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট (ডব্লিউসিসিইউ) এর অভিযানে সাভারে বিভিন্ন প্রজাতির ৬৫১টি পাখি উদ্ধার হয়েছে।
সোমবার সাভারের ইটখোলা, জিরাবো এবং রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক দ্য ডেইলি স্টারকে বলেন, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণের লক্ষে সকালে পৃথক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে ২১০টি মুনিয়া, ৪২০টি তোতা এবং ২১টি ঘুঘু উদ্ধার করা হয়।
তিনি বলেন, জব্দকৃত পাখিগুলো মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
অভিযানে আটকের বিষয়ে জানতে চাইলে অসীম মল্লিক বলেন, অভিযানে কাউকে আটক করা যায়নি।
Comments