আবার বাকশাল? এত সোজা নয়: ফখরুল

সরকারের বিরুদ্ধে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চক্রান্তের অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা কি আবারও বাকশালে ফিরে যাব? এত সোজা নয়। কোনো দিনই মেনে নেব না।”
mieza fakhrul
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ছবি

সরকারের বিরুদ্ধে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চক্রান্তের অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা কি আবারও বাকশালে ফিরে যাব? এত সোজা নয়। কোনো দিনই মেনে নেব না।”

আজ সোমবার বিকেলে রাজধানীতে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা-পূর্ব এক সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে আটক রেখে বিএনপির প্রায় ২৬ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান সরকার তাদের দলের পাঁচশোর ওপর ওপর নেতা-কর্মীকে গুম ও হাজার হাজার নেতা-কর্মীকে নিহত এবং আহত করেছে।

মির্জা ফখরুল বলেন, “আমরা যদি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি করতে চাই, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের রাজপথে এসে সোচ্চার হয়ে এই স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমরা সেই আন্দোলনের মধ্যে দিয়ে অবশ্যই বেগম জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করব।”

সমাবেশের পর বিকেল সাড়ে তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। তিনটার আগেই নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত রাস্তাটির মিছিলের কারণে বন্ধ হয়ে যায়। শোভাযাত্রাটি নয়াপল্টন, কাকরাইল মোড় হয়ে শান্তিনগর মোড় ঘুরে আবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

Comments

The Daily Star  | English

Production fully suspended at Barapukuria power plant due to technical glitch

The shutdown has led to further power outages as the plant has the capacity to produce 275-megawatt of electricity.

1h ago