যেমন হলো বাংলাদেশের নতুন টেস্ট জার্সি

নম্বর এবং নাম সংবলিত জার্সি গায়ে জড়িয়ে এরই মধ্যে মাঠে নামার অভিজ্ঞতা হয়েছে ছয়টি দলের। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের সদস্যরা এই স্বাদ নিয়েছেন। এবারে সাদা পোশাকের পেছনে নম্বর ও নামযুক্ত করে খেলতে নামতে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে যাত্রা শুরু করবে সাকিব আল হাসানদের নতুন টেস্ট জার্সি।
Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

নম্বর এবং নাম সংবলিত জার্সি গায়ে জড়িয়ে এরই মধ্যে মাঠে নামার অভিজ্ঞতা হয়েছে ছয়টি দলের। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের সদস্যরা এই স্বাদ নিয়েছেন। এবারে সাদা পোশাকের পেছনে নম্বর ও নামযুক্ত করে খেলতে নামতে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে যাত্রা শুরু করবে সাকিব আল হাসানদের নতুন টেস্ট জার্সি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উন্মোচিত করেছে নতুন টেস্ট জার্সি। পোশাকের পেছনে সবুজ রঙে লেখা থাকবে খেলোয়াড়দের নাম ও নম্বর।

ওয়ানডে বা টি-টোয়েন্টিতে যে নম্বরের জার্সি পরে মাঠে নামেন ক্রিকেটাররা, সেটাই থাকছে টেস্টে। যেমন- সাকিব আল হাসান ৭৫, মাহমুদউল্লাহ রিয়াদ ৩০, লিটন দাস ১৬ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৩২ পরবেন।

তবে যারা রঙিন পোশাকে কখনও খেলেননি, তাদের জার্সি নম্বরও জানা গেছে। সাদমান ইসলামের জার্সি নম্বর ১০ আর ইবাদত হোসেনের ৫৮।

টেস্ট ক্রিকেটের আবেদন বাড়াতে সম্প্রতি নাম ও নম্বরসহ জার্সি পরার বিধান চালু করেছে আইসিসি। অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার এজবাস্টন টেস্টে প্রথমবারের মতো নতুন রূপে দেখা যায় খেলোয়াড়দের।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

1h ago