শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের

new zealand
ছবি: রয়টার্স

খুব বড় লক্ষ্য দিতে পারেনি শ্রীলঙ্কা। ১৬২ রানের লক্ষ্য দিয়ে বোলিংয়ের শুরুটাও সাদামাটা। সহজেই ম্যাচ জয়ের পথে এগিয়ে যায় নিউজিল্যান্ড। কিন্তু শেষ ওভারে প্রথম দুই বলে জোড়া উইকেট হারালে জয়ের আলো দেখতে পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু তারপরও কিউইদের জয় আটকে রাখা যায়নি। ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।  

পাল্লেকেলেতে মঙ্গলবার শেষ ওভারে জিততে ৭ রান প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। উইকেট ছিল ৬টি। প্রথম দুই বলে আউট হয়ে যান সেট ব্যাটসম্যান টম ব্রুস ও ড্যারিল মিচেল। তখন জয়ের স্বপ্ন দেখেছিল শ্রীলঙ্কা। ৪ বলে তখন দরকার ৭ রানের। কিন্তু বোলার মিচেল স্যান্টনার বনে যান পুরোদুস্তর ব্যাটসম্যান। পরপর দুই বলে ছক্কা ও চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। তাতে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার সিরিজে ফেরার আশা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। ৩৪ রানের ওপেনিং জুটি পায় তারা। ভালো শুরু করলেও এদিন ইনিংস লম্বা করতে পারেননি কুসল মেন্ডিস। খুব বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার কুসল পেরেরাও। তবে তৃতীয় উইকেটে আভিস্কা ফের্নান্ডো ও নিরোসান ডিকভেলা ৬৮ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের পথে নিয়ে যান। কিন্তু এরপর রানের গতি সে অর্থে বাড়াতে পারেনি দলটি। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন ডিকভেলা। এছাড়া ৩৭ রান করেন ফের্নান্ডো। কুসল মেন্ডিসের ব্যাট থেকে আসে ২৬ রান। কিউইদের পক্ষে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার শেঠ র‌্যান্স। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন অধিনায়ক টিম সাউদি ও স্কট কুগেলেইন।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নামা কিউইদের শিবিরে শুরুতেই ঘূর্ণির মায়াজাল বিছিয়েছিলেন আকিলা দনাঞ্জয়া। দলীয় ৩৮ রানের ৩টি উইকেটের পতন ঘটান এ স্পিনার। কিন্তু চতুর্থ উইকেটে ক্লিন ডি গ্রান্ডহোম ও টম ব্রুস সব আশা শেষ করেন দেন শ্রীলঙ্কার। গড়েন ১০৯ রানের জুটি। কার্যত তখনই ম্যাচ হেরে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখেই জয় পায় নিউজিল্যান্ড।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন গ্রান্ডহোম। ৪৬ বলে ২টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। ৪৬ বলে ৩টি চারে ৫৩ রান করেন ব্রুস। শ্রীলঙ্কার পক্ষে ৩৬ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন দনাঞ্জয়া। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬১/৯ (মেন্ডিস ২৬, পেরেরা ১১, ফের্নান্দো ৩৭, ডিকভেলা ৩৯, শানাকা ০, জয়াসুরিয়া ২০, হাসারাঙ্গা ১১, উদানা ১৩, দনাঞ্জয়া ০, মালিঙ্গা ০*; সাউদি ২/১৮, র‌্যান্স ৩/৩৩, কুগেলেইন ২/৩৮, স্যান্টনার ০/৩৪, সোধি ১/৩৪)।

নিউজিল্যান্ড: ১৯.৪ ওভারে ১৬৫/৬ (মানরো ১৩, সাইফার্ট ১৫, কুগেলেইন ৮, ডি গ্র্যান্ডহোম ৫৯, ব্রুস ৫৩, মিচেল ১, স্যান্টনার ১০*, সাউদি ০; মালিঙ্গা ০/৩৯, দনাঞ্জয়া ৩/৩৬, জয়াসুরিয়া ০/২২, সান্দাকান ০/১৬, উদানা ১/১৮, হাসারাঙ্গা ১/৩২)।

ফলাফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: টিম সাউদি।   

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ২-০'তে এগিয়ে নিউজিল্যান্ড।

Comments

The Daily Star  | English

Trump says Iran and Israel agree to a ceasefire

Senior Iranian official confirms to Reuters Tehran agreeing to Qatar mediated, US-proposed ceasefire with Israel

1d ago