ভিন্ন মাধ্যমে তৌকির আহমেদ
অভিনেতা, পরিচালক তৌকির আহমেদ ভিন্ন ভাবনার একটি কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। তাকে অভিনয় করতে দেখা যাবে ‘ব্ল্যাকমেইল’ নামের ওয়েব সিরিজে। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি।
আর বি প্রীতম পরিচালিত ছয় পর্বের ‘ব্ল্যাকমেইল’ ওয়েব সিরিজের শুটিং শুরু হয়েছে। এতে আরো অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, সৈয়দ বাবু, আরশসহ অনেকেই।
নির্মাতা আর বি প্রীতম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ওয়েব সিরিজটিতে তৌকির আহমেদ একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। সেই অফিসারের বাড়িতে ঘটা সন্ত্রাসী ঘটনা নিয়েই ওয়েব সিরিজটির গল্প এগিয়ে যাবে।”
উল্লেখ্য, নির্মাতা হিসেবে তৌকির আহমেদ উপহার দিয়েছেন ‘জয়যাত্রা’, ‘এক রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘হালদা’, ‘অজ্ঞাতনামা’ ও ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্র।
Comments