জাতীয় পরিচয়পত্র: অন্তত ৭৩ সন্দেহজনক আবেদন ইসির ডাটাবেজে

চট্টগ্রামে এক রোহিঙ্গা নারীর কাছ থেকে জব্দ করা জাতীয় পরিচয়পত্র নিয়ে তদন্ত করতে গিয়ে নির্বাচন কমিশনের ডাটাবেজে পরিচয়পত্রের জন্যে অন্তত ৭৩টি সন্দেহজনক আবেদন পেয়েছে সরকারের তদন্ত কমিটি।
নির্বাচন কমিশন

চট্টগ্রামে এক রোহিঙ্গা নারীর কাছ থেকে জব্দ করা জাতীয় পরিচয়পত্র নিয়ে তদন্ত করতে গিয়ে নির্বাচন কমিশনের ডাটাবেজে পরিচয়পত্রের জন্যে অন্তত ৭৩টি সন্দেহজনক আবেদন পেয়েছে সরকারের তদন্ত কমিটি।

বন্দর নগরীর কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা কামরুল আলমের নেতৃত্বে গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি এখনো জানতে পারেননি কোন নির্বাচন কার্যালয় থেকে সেগুলো আপলোড করা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসেন খানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

নির্বাচন কমিশনের সার্ভারে কীভাবে সেই আবেদনগুলো তোলা হয়েছে তা জানার জন্যে পুঙ্খানুপুঙ্খ তদন্তের সুপারিশ করেছে। কোন ল্যাপটপ ও মোডেম ব্যবহার করে সেগুলো সার্ভারে তোলা হয়েছে তা খুঁজে বের করার জন্যে প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়োজিত করার পরামর্শও দিয়েছে কমিটি।

নির্বাচন কর্মকর্তা মুনির হোসেন খান বলেন, “কীভাবে সেই তথ্য নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করা হলো তা রহস্যজনক। কমিশনের পদধারী ব্যক্তিরাই শুধু কোড বলতে পারবেন।”

ঢাকা থেকে প্রযুক্তি বিশেষজ্ঞরা এসে পরবর্তী তদন্ত করবেন বলেও উল্লেখ করেন তিনি।

কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, আবেদনকারীরা বিভিন্ন জেলার অধিবাসী এবং তাদের আবেদনপত্র ইস্যু করা হয়েছে বিভিন্ন এলাকা থেকে।

(সংক্ষেপিত, পুরো প্রতিবেদনটি পড়তে এই National Identity Cards: At least 73 dubious applications in EC database লিংকে ক্লিক করুন)

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

Now