ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাইজগাঁও রেল স্টেশনের কাছে ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সিলেট রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সজীব কুমার মালাকারের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, আজ (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মাইজগাঁও রেল স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিকেল ৩টা ৪৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সঙ্গে ঢাকা এবং চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ ছিলো।
Comments