মুম্বাইয়ে ২৪ ঘণ্টা আবহাওয়া ‘রেড এলার্ট’
প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকায় আবহাওয়ার ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে। দেশটির স্থানীয় আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, প্রবল বৃষ্টিতে ডুবতে পারে আরব সাগর তীরের এই শহর। আর সে কারণেই সর্বোচ্চ সতর্কতা নিয়েছে নগর কর্তৃপক্ষ।
আজ বুধবারও প্রবল বৃষ্টির অভিজ্ঞতা নিয়েছে মুম্বাই। শহরটির নিচু অঞ্চলগুলো এখন পানির নিচে। শহরের ১৫০টি আবহাওয়া স্টেশনের মধ্যে ১০০টির বেশি স্টেশনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করেছে। রেল ট্র্যাক ডুবে যাওয়ায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বাতিল হয়েছে বেশ কিছু ফ্লাইট। শহরের সব স্কুলে আজ ছুটি ঘোষণা করা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে মুম্বাই নগর কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সমুদ্রের আশপাশে ঘোরাফেরা থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে। সেই সঙ্গে নিচু এলাকা থেকে পানি সরে না যাওয়া পর্যন্ত লোকজনকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শহরের ভেতর মিথি নদীর পানি বিপৎসীমা পেরিয়ে যাওয়ায় এর তীরবর্তী এলাকার বহু বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে উদ্ধারকারী বাহিনীও।
Comments