রওশনকে যারা চেয়ারপারসন ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জিএম কাদের
জাতীয় পার্টির একাংশের বর্তমান চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যারা কো-চেয়ারপারসন রওশন এরশাদকে দলের চেয়ারপারসন হিসেবে ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, “জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ জীবিত থাকাকালে আমাকে দলের চেয়ারম্যান করেন। তার সেই সিদ্ধান্তে দলের প্রেসিডিয়াম সদস্যদের সম্মতি ছিলো।”
জিএম কাদেরের মতে, গঠনতন্ত্র অনুযায়ী তিনিই দলের চেয়ারম্যান।
আরো পড়ুন:
Comments