বুসান চলচ্চিত্র উৎসবে ‘শনিবার বিকেল’
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ নিজ দেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকলেও থেমে নেই এর আন্তর্জাতিক যাত্রা। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিচ্ছে ছবিটি।
এরই মধ্যে বুসান চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে ‘শনিবার বিকেল’। চলচ্চিত্রটির এশিয়ান প্রিমিয়ার হচ্ছে এই আসরে। আগামী ৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আয়োজিত হবে এই উৎসব। সেখানে যোগ দিতে ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী আগামী ৪ অক্টোবর বুসান যাচ্ছেন।
বুসানের পর ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এটিও অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরে।
‘শনিবার বিকেল’-এ অভিনয় করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। তাদের মধ্যে রয়েছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ অনেকে।
Comments