আজ রাতে চাঁদে নামবে ভারতের মহাকাশ যান
ভারতের মহাকাশ যান ‘চন্দ্রযান-২’ আজ মধ্যরাতে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে নামবে বলে জানিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
ইসরো বলছে, রাত ১টা ৫৫ মিনিটে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অবতরণ করার কথা রয়েছে এই মহাকাশ যানের।
এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্কুল শিক্ষার্থীদের নিয়ে ইসরোর কার্যালয় থেকে লাইভে এই অবতরণ দেখবেন।
ইতিমধ্যে চাঁদে অবতরণকারী যান ‘বিক্রম’ মূল মহাকাশ যান থেকে নিজেকে পৃথক করে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করছে। রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে বিক্রম চাঁদের মাটি ছুঁতে পারবে।
ইসরো জানিয়েছে, রোভার ‘প্রজ্ঞান’ আগামীকাল ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টার মধ্যে চাঁদের ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে এবং চাঁদের উৎস সম্বন্ধে বিশদ বিবরণ, জলের উপস্থিতিসহ বিভিন্ন বিষয়ের ওপর ছবি তুলে গবেষণা শুরু করবে।
ইসরোর চেয়ারম্যান কে সিভান চন্দ্রায়ণ বলেছেন, “এই অভিযান ইসরোর সবচেয়ে জটিল মিশন।”
‘চন্দ্রযান-২’ সফল হলে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর চাঁদে পৌঁছানো দেশ হিসেবে চতুর্থ স্থানে পা রাখবে ভারত।
গত ২৩ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে ‘চন্দ্রযান-২’ উৎক্ষেপণ করা হয়। এই মহাকাশ যানটি ইসরোর তৈরি সর্ববৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী রকেট। এটি ৪৪ মিটার দীর্ঘ এবং উচ্চতায় ১৫তলা বিল্ডিংয়ের সমান।
Comments