অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা

bangladesh cricket team u-19
ফাইল ছবি: এসিসি

বোলাররা অল্প রানে বেঁধে ফেলেন সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে। সহজ লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু এনে দেন ওপেনার তানজিদ হাসান। তার গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে অন্য ব্যাটসম্যানরা বাকি কাজটা সারেন সহজেই। তাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কাতুনায়াকে ৬ উইকেটের বড় ব্যবধানে আরব আমিরাতকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রতিপক্ষকে ১২৭ রানে অলআউট করে ১৪১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে আকবর আলির দল।

মাঠ খেলার অনুপযুক্ত থাকায় এদিন ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪৫ ওভারে। তবে বাংলাদেশের বোলাররা জ্বলে ওঠায় আরব আমিরাত ব্যাটিং করতে পারে মাত্র ২৮ ওভার। দুই পেসার তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম তোপ দাগেন শুরুতেই। ফলে দলীয় ২৭ রানের মধ্যে ৫ উইকেট হারায় আরব আমিরাত।

এরপর আলিশান শারাফু ও ওসামা হাসান মিলে গড়েন ৭৫ রানের জুটি। তাতে একশো পেরিয়ে যায় তাদের স্কোর। তবে এই জুটির পতনের পর আর মাত্র ২৫ রান যোগ করতেই বাকি উইকেটগুলো হারায় আরব আমিরাত। তাদের ইনিংসের লেজটা মুড়িয়ে দেন স্পিনার রাকিবুল হাসান।

শারাফু করেন ৩৯ বলে ৩৪ রান। ওসামার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৫ বলে ৫৮ রান। বাংলাদেশের হয়ে রাকিবুল ২৫ ও তানজিম ৩৬ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট পান শরিফুল।

জবাব দিতে নেমে ৭.৪ ওভারে ৬২ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। ঝড়ো ব্যাটিংয়ে তানজিদ করেন ২৭ বলে ৪৫ রান। তার ইনিংসে ছিল ৩ চার ও ৪ ছক্কা। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ৩৩ বল খেলে ৩০ রান করেন। তিনে নামা মাহমুদুল হাসান জয় ২৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

‘বি’ গ্রুপে বাংলাদেশের যুবাদের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপাল। আগামী ৮ সেপ্টেম্বর নেপালকে মোকাবেলা করার পর ১০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবেন আকবররা।

সংক্ষিপ্ত স্কোর:

সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল: ২৮ ওভারে ১২৭ (সাঈদ ১, লোবো ৪, অরবিন্দ ৪, ট্যান্ডন ৯, শারাফু ৩৪, ফারাজউদ্দিন ০, ওসামা ৫৮, শর্মা ৬*, পালানিয়াপান ০, তাহির ২, মুখার্জি ০; তানজিম ৩/৩৬, শরিফুল ২/১৬, মৃত্যুঞ্জয় ১/৩০, মিজানুর ০/২০, রাকিবুল ৩/২৫)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২১.৩ ওভারে ১২৮/৪ (তানজিদ ৪৫, পারভেজ ৩০, মাহমুদুল ২৭*, হৃদয় ১৮, শাহাদাত ০, আকবর ৫*; ফারাজউদ্দিন ০/২৬, তাহির ০/২০, পালানিয়াপান ১/৩৬, শর্মা ১/১৮, মুখার্জি ২/২৭)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: তানজিদ হাসান।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

3h ago