রোমাঞ্চকর ম্যাচে জার্মানিকে হারিয়ে নেদারল্যান্ডসের প্রতিশোধ
ম্যাচের শুরুতেই এগিয়ে গেল জার্মানি। লিড ধরে রাখল লম্বা সময় পর্যন্ত। দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের ব্যবধানে দুবার জালে বল জড়িয়ে তাদেরকে টেক্কা দিল নেদারল্যান্ডস। মাঠে লড়াই করার মানসিকতার জন্য সুপরিচিত জার্মানরা সমতাও টানল। কিন্তু শেষরক্ষা হলো না। শেষদিকে আরও দুই গোল করে বাভারিয়ানদের মাঠে দারুণ জয় তুলে নিয়ে মধুর প্রতিশোধ নিল ডাচরা।
শুক্রবার রাতে হামবুর্গে উয়েফা ইউরোর বাছাইপর্বের ‘সি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে জার্মানির বিপক্ষে ৪-২ গোলে জিতেছে নেদারল্যান্ডস। আগের দেখায় জার্মানদের কাছে নিজেদের মাঠেই ৩-২ গোলে হেরেছিল ১৯৮৮ সালে ইউরোর শিরোপা জেতা দলটি।
বাছাইয়ে চার ম্যাচ খেলে প্রথম হারের স্বাদ পেল তিনবারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানি। ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে তারা। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে নর্দার্ন আয়ারল্যান্ড। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস আছে তৃতীয় স্থানে।
ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় জার্মানি। সের্গে গ্যানাব্রি জালের ঠিকানা খুঁজে পান। এই স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুদল। ৫৯তম মিনিটে ফ্রাঙ্কি ডি ইয়ং সহজেই জার্মান গোলরক্ষক মানুয়েল নয়্যারকে পরাস্ত করে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান। মাত্র ছয় মিনিট পরই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর থেকে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন জোনাথান টাহ।
৭৩তম মিনিটে পেনাল্টি পায় জার্মানি। সফল স্পট কিকে ম্যাচের স্কোরলাইন ২-২ করেন টনি ক্রুস। কিন্তু তাদের স্বস্তি স্থায়ী হয়নি বেশিক্ষণ। ৭৯তম মিনিটে ফের অতিথিরা এগিয়ে যায় ডোনিয়েল মালেনের গোলে। ম্যাচের যোগ করা সময়ে নেদারল্যান্ডসের দুর্দান্ত জয় নিশ্চিত করেন জর্জিও ওয়াইনালডাম।
Comments