খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করবে বিএনপি
বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয়ভাবে ঢাকায় ও তারপর সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি।
ফখরুল জানান, কেন্দ্রীয়ভাবে আগামী ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগরে মানববন্ধন করা হবে। একই দাবিতে পরদিন ১২ সেপ্টেম্বর সারাদেশে বিএনপির বিভিন্ন ইউনিট মানববন্ধন কর্মসূচি পালন করবে।
সেই সঙ্গে চারটি বিভাগীয় শহরে জনসভার কথাও ঘোষণা করেন ফখরুল।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহে, ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে এবং সিলেটে ২১ তারিখ সমাবেশের সম্ভাবনার কথা বলেন বিএনপি মহাসচিব। এর ধারাবাহিকতায় রংপুরেও সমাবেশ করবে বিএনপি। তবে রংপুরের সমাবেশের সম্ভাব্য কোনো তারিখের কথা জানাননি তিনি।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া গত বছরের ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। এর মধ্যে চিকিৎসার জন্য গত এপ্রিলে তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। এখনও এই হাসপাতালে আছেন তিনি।
Comments