নেপালকে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

bangladesh cricket team u-19
ফাইল ছবি: এসিসি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক আকবর আলির ঝড়ো ইনিংসে নেপালকে সহজেই হারিয়ে আসরের সেমিফাইনালে নাম লিখিয়েছে যুবারা।

রবিবার (৮ সেপ্টেম্বর) কলম্বোতে ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল জিতেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। ২ ম্যাচ খেলে তাদের অর্জন পূর্ণ ৪ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে শেষ চারে খেলা নিশ্চিত করেছে শ্রীলঙ্কাও।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬১ রান করে নেপাল। দলের পক্ষে ১০৯ বলে সর্বোচ্চ ৮১ রান করেন ওপেনার পবন সরাফ। ছয়ে নামা সন্দীপ ঝোরার মারমুখী ব্যাটিংয়ে তাদের স্কোর আড়াইশো পেরিয়ে যায়। তিনি করেন ৩৭ বলে ৫৬ রান। বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব ও শাহিন আলম ২টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় ১৯ রানের মধ্যে ওপেনারদের হারায় বাংলাদেশ। এরপর ৭৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়। মাহমুদুল করেন ৫৬ বলে ৪০ রান। হৃদয়ের ব্যাট থেকে আসে ৮৮ বলে ৬০ রান।

এরপর শামিম হোসেনকে নিয়ে ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আকবর। তিনি অপরাজিত থাকেন ৮২ বলে ৯৮ রানে। সঙ্গী শামিম হার না মানা ৪২ রান করেন ৪৫ বল খেলে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে একই ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আগামী ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবেন আকবররা।

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৬১/৮ (গৌতম ৩২, পবন ৮১, আসিফ ৩, কুশল ২৮, রোহিত ১৪, সন্দীপ ৫৬, ভীম ২১, রশিদ ৬, কমল ৯*, চৌহান ১*; তানজিম ২/৫১, মৃত্যুঞ্জয় ১/৫৫, রাকিবুল ১/৩২, শাহিন ২/৫৮, মিনহাজুর ১/৩৫, শামিম ০/৩, হৃদয় ১/২৪)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.২ ওভারে ২৬২/৪ (তানজিদ ৯, অনিক ৫, মাহমুদুল ৪০, হৃদয় ৬০, আকবর ৯৮*, শামীম ৪২*; কমল ২/৫৯, রশিদ ১/৪৯, সাগর ০/৩৫, পবন ০/৫০, কুশল ০/৪০, চৌহান ১/১৭, ভীম ০/৭)।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

1h ago