আবারও ‘৫১ বর্তী’
চ্যানেল আই-এর দুই দশক পূর্তি উপলক্ষে মেগা সিরিয়াল ‘৫১ বর্তী’ আবারও সম্প্রচার শুরু হচ্ছে।
আজ (৯ সেপ্টেম্বর) থেকে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে নাটকটি।
আনিসুল হকের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। টেলিভিশনের দর্শকদের কাছে ‘৫১ বর্তী’ খুবই জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক ছিলো।
একটি যৌথ পরিবারের গল্প ‘৫১ বর্তী’ ধারাবাহিকে। একটি পরিবারে বাস করা বাড়ির প্রতিটি সদস্যের জীবনচিত্র, সুখ-দুঃখ, হাসি-কান্না ফুটে উঠেছে এ নাটকে। এতে যা সাধারণ মানুষের প্রতিটি ঘরের প্রতিটি সদস্যের আসল গল্পের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে বলে মনে করেন অনেক দর্শক।
ধারাবাহিকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুদ আলী খান, ফারহানা মিঠু, মাহফুজ আহমেদ, শাহেদ শরীফ খান, শ্রাবন্তী, অপি করিম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আরমান পারভেজ মুরাদ, মারজুক রাসেল, মৌটুসী, নায়লা, মোনা, সোহাগ, বাপী করিম, কাব্য প্রমুখ।
Comments