বাংলাদেশর উন্নয়ন প্রকল্পে ১ বিলিয়ন ডলার ঋণ দেবে এআইআইবি
বাংলাদেশর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এর সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
চীনের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যাংকটি বাংলাদেশকে ঋণ দেওয়ার সিদ্ধান্তের কথা আজ মন্ত্রিপরিষদকে অবহিত করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। বাংলাদেশি মুদ্রায় এই ঋণ সহায়তার পরিমাণ প্রায় ৮ হাজার ৫০০ কোটি টাকা।
গত জুলাই মাসে লুক্সেমবার্গে এআইআইবির পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকের সাইডলাইনে ব্যাংকটির প্রেসিডেন্ট জিন লিকুয়ানের সঙ্গে বৈঠক করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর ফলশ্রুতিতেই বাংলাদেশ ঋণ সহায়তা পেতে চলেছে বলে জানা মন্ত্রিপরিষদ সচিব।
গত জুলাই মাসের ১২ ও ১৩ তারিখ এআইআইবির পরিচালনা পর্ষদের ওই বৈঠক হয়।
Comments