বিরোধী দলীয় নেতা রওশন, উপনেতা জিএম কাদের

স্টার ফাইল ছবি

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদ ও উপনেতা হিসেবে জি এম কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আজ সোমবার সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জি এম কাদেরের অনুরোধের পর স্পিকার এই স্বীকৃতি দিলেন।

নানা নাটকীয়তার পার অভ্যান্তরীণ বিরোধ মিমাংসায় শনিবার রাতে জাতীয় পার্টির রওশনপন্থীদের সঙ্গে বৈঠকে বসেন কাদেরপন্থীরা। এর পরদিন দলটির পক্ষ থেকে বলা হয় যে জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। বৈঠকের সমঝোতা অনুযায়ী জাপা চেয়ারম্যান রোববার স্পিকারকে চিঠি দিয়ে রওশনকে বিরোধী দলীয় নেতা ও তাকে উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানান।

আইন অনুযায়ী বিরোধীদলীয় নেতা মন্ত্রী ও উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন।

Comments

The Daily Star  | English

4 hurt in RU clashes

The confrontations took place in four separate incidents, spanning from last night and today

1h ago